Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০২৪

এক নজরে

ইনস্টিটিউটের নাম

:

বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট

 

:

Bangladesh Survey Institute

 

স্থাপিত

:

১৯১৪ খ্রিস্টাব্দ

 

ভূমির পরিমাণ

:

১৪.১৭ একর

 

ভূমির ধরণ

:

সমতল ভূমি (আয়তকার)

 

অবস্থান

:

 কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা ২১ নং ওয়ার্ড, টমছম ব্রীজ হতে কোটবাড়ি রোডে দেশের অন্যতম প্রাচীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য এই প্রতিষ্ঠানের জন্য জমি দান করেছিলেন। এটি কুমিল্লা শহরের প্রানকেকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠানটির পূর্ব পার্শ্ববর্তী জেলা প্রাণীসম্পদ অফিস (কুমিল্লা), পানি উন্নয়ন বোর্ড (কুমিল্লা অফিস), দক্ষিনে কুমিল্লা জেলা র‌্যাব সদর দপ্তর ও বাংলাদেশ আনসার জেলা কমান্ড্যান্ট, কুমিল্লা জেলা এর অফিস। পশ্চিমে কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালকের দপ্তর। উত্তরে দেয়াল ঘেষে কোটবাড়ি রোড চলে গেছে। এছাড়া এর দেয়াল ঘেষে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ অবস্থিত।

 
 
 
 
 

প্রশাসনিক দপ্তর       

:

কারিগরি শিক্ষা অধিদপ্তর

 

মন্ত্রণালয়               

:

কারিগরি ও মাদ্র্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়

 

শিক্ষা বোর্ড            

:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

 

প্রতিষ্ঠানের ধরণ

:

সরকারি

 

প্রতিষ্ঠান প্রধান

:

জনাব মো. মোবারক হোসেন

 

শিক্ষক/শিক্ষিকা

:

৮ জন

 

কর্মরত কর্মকর্তা ও কর্মচারী

:

কর্মচারী ৭ জন

 

ক্রাফট ইন্সট্রাক্টর/ল্যাব সহকারী

:

১০ জন

 

কারিকুলাম

:

০৪(চার) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং

 

টেকনোলজি 

:

০২ (দুই) টি

 

 

(ক) সার্ভেয়িং টেকনোলজি

 
 

(খ) ল্যান্ড রিসোর্স এন্ড এনভায়রনমেন্ট টেকনোলজি

 

শিফট          

:

০২টি,   - ১ম শিফট : ০৮:০০টা -০১:১০টা পর্যন্ত

 

২য় শিফট : ০১:১০টা -০৫:৫০টা পর্যন্ত

 

আসন সংখ্যা

:

সার্ভেয়িং টেকনোলজিতে ২০০ জন শিক্ষার্থী(১ম শিফট-১০০ জন ও ২য় শিফট-১০০ জন)
ল্যান্ড রিসোর্স এন্ড এনভায়রনমেন্ট টেকনোলজিতে মোট ১০০ জন (প্রতি শিফটে ৫০ জন করে দুই শিফটে)

 
 

ভর্তির যোগ্যতা ও নিয়মাবলি
(বাকশিবো ডিপ্লোমা-ইন-ইঞ্জি. প্রবিধান-২০২২ এর ধারা ২ অনুযায়ী)

:

’- ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ১ম পর্বে ভর্তি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস;
- এইচএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে ৩য় পর্বের সার্ভেয়িং টেকনোলজিতে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে।   
- ইংরেজি ভাষায় বিদেশী শিক্ষার্থীর পাশাপাশি আগ্রহী দেশী শিক্ষার্থীরাও অধ্যয়ন করতে পারবে;
- বোর্ডের ভর্তি নীতিমালা অনুসারে কেন্দ্রীয় ভর্তি কমিটির সুপারিশের আলোকে ১ম,  ও ৩য় পর্বে শিক্ষার্থী ভর্তি করা হবে;
- এ শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বোর্ড কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুসৃত হবে।

 
 
 
 

বর্তমান অধ্যয়নরত মোট শিক্ষার্থী

:

৮০০ জন (প্রায়)

 

হোস্টেল সংখ্যা

:

০১ টি

 

হোস্টেল আসন সংখ্যা

:

মোট ২০০ জন (ছাত্র)

 

প্রাতিষ্ঠানিক কোড

:

৬৫০৫৬ (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড)

 

শিক্ষার্থী ইউনিফর্ম

:

সাদা সার্ট ও কালে প্যান্ট

এবং সাদা এ্যাপ্রোন (মেয়ে শিক্ষার্থী)

 

EIIN No.

:

132841

 

ফোন

:

081-68477

 

ই-মেইল

:

[email protected]

 

ওয়েব এড্রেস 

:

bsi.polytech.gov.bd

 

ইনস্টিটিউটের লোগো

: