Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০২৪

ভিশন ও মিশন

ভিশন/লক্ষ্য:

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে শ্রেষ্ঠ মানের শিক্ষার্থী গড়ে তোলা।

 

মিশন:

সার্ভে শিক্ষা বর্তমান সময়ে অনেক আধুনিক রুপ লাভ করেছে। পূর্বের/সনাতন চেইন, শিকল ব্যবহার করে সার্ভে কাজ সম্পন্ন করা হলেও বর্তমান সময়ে সেই কাজটি করা হয় সম্পুর্ণ ডিজিটাল পদ্ধতিতে ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে।  তাছাড়া সর্ভে এখন আর জমিজমার মাপজোখের মধ্যে সীমাবদ্ধ নেই। 

নদী জরিপ, বন জরিপ, এমনকি আকাশ জরিপও সার্ভের মাধ্যমে সম্পন্ন করা যায়।  এই সকল কাজে সর্বাধুনিক যন্ত্রপাতি (যেমন- Total Station, Digital Leveling, RTK, Drone ইত্যাদি) ব্যবহার করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক যন্ত্রপাতি সার্ভে শিক্ষার সাথে যুক্ত করা হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করে সার্ভে শিক্ষাকে আধুনিকায়ন করবে যাতে এই প্রতিষ্ঠান সর্বাত্নক সহায়তা করবে। শিক্ষার্থীদের হাতে কলমে সকল কাজ বুঝিয়ে তাদের দক্ষ হতে আমাদের শিক্ষকগণ সর্বাত্নক সহায়তা করে থাকে।